তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালা থানা পুলিশের অভিযানে কিসমত ঘোনা এলাকা থেকে দুটি গাঁজার গাছ সহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটকের পর শনিবার সকালে সাংবাদিকের এ তথ্য জানায় তালা থানা পুলিশ। আটককৃত দিদার মোড়ল তালা থানার দেওয়ানীপাড়া গ্রামের ইলাহী বক্স মোড়লের ছেলে। সে তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসাবে কর্মরত ও ঘের ব্যবসায়ী।
তালা থানা উপ -পরিদর্শক (এস. আই) নাসির উদ্দিন বলেন , গাঁজার চাষ হচ্ছে শুক্রবার দুপুরে এমন খবর পেয়ে কিসমতঘোনা গ্রামে দিদার মোড়লের ঘেরের অভিযান চালানো হয়। ওই সময় তার ঘেরে ভেঁড়ি থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।এরপর স্থানীয়দের কাছে দিদারের গাঁজাচাষের বিষয়টি শুনে তাকে আটক করা হয়।
তালা থানা ওসি চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে শনিবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
