হোম অন্যান্যসারাদেশ তালায় নৌকা ও আনারস কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে  নৌকা প্রার্থীর কর্মীদের হামলায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এ ঘটনাকে  কেন্দ্র করে  দোকান ভাংচুর এবং  মহিলাসহ ৫  আহত  হয়েছে ।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার জালালপুর শ্রীমন্তকাটি এলাকায়। আহতদের উদ্ধার করে   তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন,  শ্রীমন্তকাটি গ্রামের আক্কাজ শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৫০), হানেফ শেখের ছেলে মহিদ শেখ (৪৯), হযরত আলী শেখের ছেলে রবিউল সরদার (৪০) ও হানেফ সরদারের ছেলে সিরাজ সরদার (৫৫), রহিম গাজীর স্ত্রী বাবু নাহার (৫৫)।
স্থানীয়রা জানায় ,গত রাতে  কৃষ্ণকাটি-রথখোলা এলাকায় আনারস প্রতীকের কর্মী সমাবেশে যাওয়ার পথে জালালপুর এলাকায় নৌকা সমর্থকরা আনারস সমর্থিতদের ৯ কর্মীকে পিটিয়ে আহত করে। এর মধ্যে ৫  জনকে গুরুত্বর আহত হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা হাসপাতালে  ভর্তি করেছে।
 ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম মফিদুল হক লিটু জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকা মার্কার  প্রার্থীর সন্ত্রাসীরা  আমার  কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে । এছাড়া  রাতের আঁধারে পোষ্টার, ব্যানার ছিড়ে  এলাকায় ত্রাসের  সৃষ্টি করছে ।আভিযোগ অস্বীকার করে  জালালপুর ইউনিয়নের নৌকার প্রার্থী রবিউল ইসলাম মুক্তি  জানান,
নৌকার জেয়ার দেখে  স্বতন্ত্র  প্রার্থীর কর্মীরা নিজেরাই আহত হওয়ার নাটক সাজিয়েছে  । তিনি আরও জানান, এ ঘটনায় আমার  কোন কর্মী-সমর্থকরা জড়িত নয় এটি সম্পূর্ন অপপ্রচার ।
তালা থানা পরিদর্শক  (ওসি) মেহেদী রাসেল জানান, রাতে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে । এ  ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন