নিজস্ব প্রতিনিধি :
তালার উপজেলার ইসলামকাটি রেজিষ্ট্রি অফিসে জাল নামপত্তন দিয়ে জমি রেজষ্ট্রি সময় দলীল লেখক সহ তার সহযোগীকে আটক করা হয়েছে। এদিকে এ ঘটনায় তাদের আটকের পর অদৃশ্য কারনে দুজনকে ছেড়ে দিয়েছে সাব রেজিষ্টার ময়নুল ইসলাম বলে অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের রেজিষ্ট্রি অফিসে ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক ভাবে দলীল লেখক কামরুজ্জামানের নাম জানা গেলেও তার সহযোগীর নাম জানা যায়নি।
নাম না জানানোর শর্তে স্থানীয় এক ব্যাক্তি জানান, প্রতিদিনের মত আজ সাপ্তাহিক জমি রেজিষ্টির কাজ চলছিল অফিসে। দুপুরে হঠাৎ এক জাল নামপত্তন সহ দলীল লেখক এস এম কামরুজ্জামান ও তার সহযোগীকে আটক করেন সাব রেজিষ্টার ময়নুল ইসলাম। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে এলাকার একটি প্রভাবশালী মহল তাদের ছাড়িয়ে নেয়। কিন্ত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে কামরুজ্জামান বিভিন্ন মহলে দৌঁড় ঝাপ শুরু করেছে বলে অভিযোগ তোলেন তিনি।
এদিকে ঘটনাটি অস্বীকার করে সাব -রেজিষ্টার ময়নূল ইসলাম বলেন, এঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে নামপত্তন জাল কিনা সেটি খতিয়ে দেখার জন্য আগামী বুধবার ধার্য করা হয়েছে। এঘটনায় আটককৃত ওই দলীল লেখক কামরুজ্জামানের সাথে কথা বলার জন্য মুঠোফোনে কল দিলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
