হোম অন্যান্যসারাদেশ তালা এক স্বাস্থ্যকর্মী সহ ৩ জন করোনা সনাক্ত মোট আক্রান্ত ৩২

তালা এক স্বাস্থ্যকর্মী সহ ৩ জন করোনা সনাক্ত মোট আক্রান্ত ৩২

কর্তৃক
০ মন্তব্য 154 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
তালায় এক স্বাস্থ্যকর্মী সহ ২জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে । শুক্রবার  (৩জুলাই)সকালে তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তরা  হল উপজেলার হরিহননগর গ্রামের স্বাস্থ্যকর্মী আকরাম হোসেন বাবলু(৩৮) অপর দুজন হল তালা সদরের সাজেদা খাতুন (৩৫), সরুলিয়ার  সুনান্ত কুমার ঘোষ (৫৬)। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ফারিয়া ফেরদৌস জানান, এ পর্যান্ত উপজেলায় মোট ৩২জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে   পুরুষের সংখ্যা ২৬জন মহিলা ৬জন সুস্থ হয়েছে ৫জন  মৃত্যু হয়েছে এক জনের।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল জানান, আক্রান্তদের বাড়ি সহ আশেপাশের কয়েক বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। সকলকে সর্তক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন