তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
অন্তর্ভুক্তি, প্রতিটি শিশুর জন্য স্লোগানকে সামনে রেখে তালায় আন্তর্জাতিক শিশু দিবস-২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (২০ নভেম্বর) বেলা ৩টায় তালা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ইপিজেআইএ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিৎ দাশ।
এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস সহ সংস্থার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের শিশু উপস্থিত ছিলেন। এসময় বাল্য বিবাহ, ঈভটিজিং ও মাদকের কুফল সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে দিবসটির উপলক্ষ্যে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
