নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। উভয় ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ই ডিসেম্বর সোমবার বেলা দুইটার দিকে তাদেরকে আটক করে সাদা রঙের মাইক্রোযোগে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। তবে কি কারণে তাদেরকে আটক করা হয়েছে সেটা জানা যায়নি।
এ বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা ডিবি অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
