নিজস্ব প্রতিনিধি :
তালার উপজেলার ধানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মেরামত ও সংস্কার কাজের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। দায়সারা ভাবে খাতা কলমে কাজ ৬০ ভাগ শেষ হলেও জানেন না সংশ্লিষ্ট কতৃপক্ষ।
প্রকাশ,স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কতৃক ধানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র মেরামত ও সংস্কার কাজের জন্য প্রায় ১০ লক্ষ টাকা টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে যশোরের মেমার্স আজাদ এন্টার প্রাইজ কাজটি পান। পরবর্তিতে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি জনৈক মুনসুর আলী নামক এক ব্যক্তির নিকট ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করে দেন। কাজটি ক্রয়অন্তে ঠিকাদার প্রতিষ্ঠানের উৎকোচ দেওয়া টাকা ও নিজে লাভবান হওয়ার স্বার্থে দায়সারা ভাবে নিন্ম মানের নির্মাণ সামগ্রী ও বি গ্রেটের টাইলস ব্যবহার করে তড়িঘড়ি করে কাজটি শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্য সংস্কার ও মেরামতের কাজের প্রায় ৬০ ভাগের অধিক শেষের পথে।
এবিষয়ে কাজের তদারকি কর্মকর্তা জাকারিয়া হোসেনের কাছে মুঠোফোনে মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কাজের অগ্রগতি বিষয়ে আমি জ্ঞাত নহে।