হোম খুলনাসাতক্ষীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 71 ভিউজ
আব্দুল্লাহ আল মামুনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দেবহাটা উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমীকদল,কৃষকদল তাঁতিদল ও উপজেলা জাসাদ। ২১ ডিসেম্বর, ২০২৫ রবিবার বিকেলে সখিপুর বাজার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, শ্রমীক দল নেতা মোখলেছুর রহমান, আসাদুল ইসলাম, আবু সাইদ, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা জাসাস এর আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা তাঁতি দলের আহবায়ক হিরোন মন্ডল, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন,পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল,সধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসন,কেবিএ কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক নাজমুল হুদা রুন্টি,সদস্য সচিব শিমুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বিন্দু উপস্থিত ছিলেন। মিছিলে তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যোগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন