জাতীয় ডেস্ক :
তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু।
বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যেসব মামলা হয়েছে তা তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন। সেই মামলায় তাদের সাজা হয়েছে। আওয়ামী লীগ সরকার কোনো মামলা করেনি। আওয়ামী লীগ যদি মামলা দিত, তাহলে তারা বলতে পারতো, এটা প্রতিহিংসামূলক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ডিজিটাল বাংলাদেশ আরও ৪০ বছর এগিয়ে থাকত, আজ বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিত। তিনি ১৯৭৩ সালে চট্টগ্রামের বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে পদক্ষেপ নেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের ফলে দেশের অনলাইন সেবা কার্যক্রম দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
পরে ডিজিটাল অনলাইনে নানা সেবা প্রদান প্রতিষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি ১০৭টি স্টল স্থান পেয়েছে।