হোম খেলাধুলা তামিমের সিদ্ধান্তে হতবাক নির্বাচকরা

খেলাধুলা ডেস্ক :

বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। হবেই না কেন! আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খর্বকায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার দুর্দান্ত সুযোগ টিম টাইগার্সের সামনে। তবে এক লহমায় যেন মিরপুর থেকে সব দৃষ্টি ঘুরে গেছে ফেসবুকের এক লাইভে।

বুধবার (১ সেপ্টেম্বর) হঠাৎ করেই লাইভে এসে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কথা জানান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার এই সিদ্ধান্তে হতবাক নির্বাচকরাও।

বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘তামিমের এমন সিদ্ধান্ত অবাক করার মতোই। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সে তার জায়গায় দাঁড়িয়ে যেটি সঠিক মনে করেছে সেটিই করেছে।’

তিন সংস্করণেই বাংলাদেশ দলের ওপেনিং জুটি আতস কাচের নিচে। তামিম ইকবাল টেস্ট আর ওয়ানডেতে নিজেকে মিলে ধরলেও টি-টোয়েন্টিতে পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন না। প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের মাঝে লম্বা সময় ধরে এই সংস্করণে নিয়মিতও নন এই ওপেনার ব্যাটসম্যান।

গত ৩২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২২টি, যার মধ্যে জয় এসেছে মাত্র ১২টিতে। এই ২২ ম্যাচের মাত্র তিন ম্যাচে লাল-সবুজের জার্সিতে ছিলেন তামিম। বিশ্বকাপের আগে টানা চার সিরিজে ব্যক্তিগত ছুটি আর ইনজুরির কারণে বাইশ গজে অনুপস্থিত তামিম। অনেকেই ধারণা করছিলেন বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে তাকে। অভিজ্ঞতার বিচারে টিকে যাবেন তিনি। বিশ্বকাপের জন্য তামিমকে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দলও তৈরি করেছেন নির্বাচকরা। তবে তামিম হঠাৎ করেই জানিয়ে দেন তার সিদ্ধান্ত।

তামিমকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড, বিশেষ করে ওপেনিং জুটি বেছে নিতে কতটা বেগ পেতে হবে নির্বাচকদের? নির্বাচক জানান, ‘আমরা যে কাজ করি সেটি সবসময়ই কঠিন। খুব সহজ না। সবকিছু মিলিয়েই কাজ করতে হয়। তবে সে না থাকলেও তো আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সেভাবেই চলবে।’

তামিমের তিন মিনিটের লাইভটির পরপরই যেন প্রতিক্রিয়ার ঝড় বয়ে যাচ্ছে। তামিমের কঠিন এই সিদ্ধান্তের পেছনে ‘অন্য কিছু’ আছে বলে মনে করছেন অনেক ভক্ত সমর্থক। তাদের মতে, অভিমান করেই হয়তো সরে দাঁড়িয়েছেন তামিম। তবে এর বিপক্ষেও কথা শোনা যাচ্ছে।

অনেক ক্রিকেট বোদ্ধারা বলছেন, তামিমের এই সিদ্ধান্ত উদাহরণ হয়ে থাকবে। সে দেখাল, জায়গাটা কিভাবে ছেড়ে দিতে হয়। বাংলাদেশে যেমনটা দেখা যায় খুব কম। দীর্ঘদিন এই ফর‌ম্যাটে না খেলে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা তার কাছে সঠিক মনে হয়নি। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন উচিত তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন