স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শেষে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তামিমের এমন সিদ্ধান্তে পরবর্তী দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।
রনি তালুকদারকে দলে নেয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।
ওয়ানডে দলে ডাক পাওয়া রনি এরইমধ্যে জাতীয় দলে যোগও দিয়েছেন। আগে থেকে চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। মূলত টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ হিসেবেই চট্টগ্রামে গিয়েছিলেন এই ওপেনার।
রনি এর আগেও ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এ বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এক ম্যাচে সুযোগ পেয়ে ৪ রান করে আউট হন তিনি। ৪ রান করতে ১৪ বল খেলেন এই ওপেনার।
রনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটেও। ৭ ম্যাচের ৭ ইনিংসে ব্যাট করে ২০০ রান করেছেন তিনি। যার স্ট্রাইকরেট ১৩৯.৮৬।
বাংলাদেশ ওয়ানডে দল
লিটন দাস, রনি তালুকদার নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
