হোম এক্সক্লুসিভ তামিমের অবসর, যা বললেন তার ভাই নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের একদিন পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে অবাক দেশের ক্রিকেটাঙ্গন। প্রায় সবাই তামিম ইস্যুতে সরব হয়েছেন। এই কাতারে তামিমের ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খানও।

তামিমের অবসর ঘোষণার পর ফেসবুকে এক বার্তায় নাফিস বলেছেন, ‘আমি সব সময় তোর ভালো চাই, আমার ভাই। খুশি হওয়ার জন্য তুই আমাদের সবকিছু দিয়েছিস।’

তামিমকে নিয়ে সরব হয়েছেন দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। ফেসবুকে লম্বা এক বার্তায় তিনি লেখেছেন, ‘তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই। তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনো চাপ তোকে বাধ্য করেছে!’

দীর্ঘদিনের ক্যারিয়ারে তামিমের সঙ্গে অনেক স্মৃতিচারণ করেছেন মাশরাফী। তামিমের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ম্যাচ এবং জাতীয় দলে তাদের কেমিস্ট্রি নিয়েও লিখেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে তার অবদান নিয়েও কথা বলেছেন ম্যাশ। সাবেক সতীর্থকে জানিয়েছেন পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছাও। মাশরাফী বলেন, ‘তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।’

মাশরাফী আরও লেখেন, ‘তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে, তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় বুঝিয়ে দেবে। তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন