খেলাধূলা ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে বেছে নেয় তামিম ইকবালকে। ধারণা করা হচ্ছিল, টাইগার ওয়ানডে অধিনায়কের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সবাইকে অবাক করে দিয়ে তারা অধিনায়ক হিসেবে ঘোষণা করে ইয়াসির আলি রাব্বীর নাম।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এক ভিডিও বার্তায় খুলনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম।
তিনি জানান, কোচ খালেদ মাহমুদ সুজন, আইকন ক্রিকেটার তামিম ইকবাল ও টিম ম্যানেজমেন্ট মিলে ইয়াসিরের কাঁধে নেতৃত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও ইয়াসিরকে নেতৃত্ব দেয়ার কারণ জানিয়েছেন ফিরোজা বলেন, ‘তাকে (ইয়াসির) অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে ওঠার জন্য। এভাবে তিনি নিজেকে প্রস্তুত করতে পারবেন এবং বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিল অধিনায়ক পাবে।’
২০১৮ সাল থেকে বিপিএলের নিয়মিত মুখ ইয়াসির। তবে এর আগে কখনো তাকে নেতৃত্ব দিতে দেখা যায়নি।
