আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানের উত্তরাঞ্চলে কিনমেন দ্বীপপুঞ্জের কাছে দেশটির কোস্টগার্ডের তাড়া খেয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন দুই চীনা জেলে। তাইপে বলেছে, মাছ ধরা নৌকা বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাইওয়ানের জলসীমায় অনুপ্রবেশ করেছিল।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, মাছ ধরা ওই নৌকায় চার জেলে ছিলেন। তারা নৌকা পরিদর্শনে বাধা দেন। পরে তাইওয়ানের কোস্টগার্ডের সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে সেটি উল্টে গিয়ে ডুবে যায়।
এ ঘটনাটি উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলো।
এরইমধ্যে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, এ প্রাণহানির ঘটনা তাইওয়ান প্রণালীর উভয় পাশের বাসিন্দাদের অনুভূতিতে এক গুরুতর আঘাত।
কিনমেন দ্বীপপুঞ্জ চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার কেন্দ্রে আছে এই দ্বীপপুঞ্জ।
তাইওয়ানে গত জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তবে বেইজিং তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করেছে।
চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং বিশ্বাস করে যে, তাইওয়ান শেষ পর্যন্ত তাদের সঙ্গে একত্রিত হবে। প্রয়োজনে তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলে নেয়ার সম্ভাবনাও চীন নাকচ করেনি।