হোম আন্তর্জাতিক তাইওয়ানে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯

তাইওয়ানে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানের পূর্ব উপকূলে বুধবার (৩ এপ্রিল) ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। এছাড়াও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। খবর রয়টার্সের।

তাইওয়ান সরকার জানিয়েছে, অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর এসব ধসে পড়া ভবনে অন্তত ৭৭ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫.৫ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে সুনামি আঘাত হানতে পারে- এমন শঙ্কায় জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ।

কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

অন্যদিকে, ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ‘বিশাল উচ্চতার সুনামি’ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন