আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘ-তুরস্কের চুক্তি অনুযায়ী, ইউক্রেন থেকে ছেড়ে আসা তিনটি শস্যবাহী জাহাজে প্রয়োজনীয় তদারকি সম্পন্ন হয়েছে তুরস্কের বন্দরে। এরই মধ্যে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে জাহাজগুলো। ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে জাহাজগুলো শুক্রবার (০৫ আগস্ট) ইউক্রেনের দুটি বন্দর থেকে ছেড়ে আসে। খবর এপির।
শনিবার (০৬ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুল উপকূলে ভিড়ে ইউক্রেন থেকে ছেড়ে আসা শস্যবাহী দুটি জাহাজ। পরে, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিরা জাহাজ দুটি পরিদর্শন করেন। এতে কোনো অস্ত্র বা গোলাবারুদ পাননি তারা।
তুর্কি কর্তৃপক্ষ জানায়, ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে জাহাজগুলো তুরস্কের দুটি বন্দরে পৌছায়। একটি জাহাজ ৩৩ হাজার টন ভুট্টা নিয়ে শনিবারই (০৬ আগস্ট) আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। অন্য জাহাজটি ১৩ হাজার টন ভুট্টা নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে। আর তৃতীয় শস্যবাহী জাহাজটি তুরস্কের জন্য ১২ হাজার টন ভুট্টা এনেছে।
এদিকে বেশ কয়েকটি শস্যবাহী জাহাজ ইউক্রেনের তিনটি বন্দরে অবস্থান করছে। তুরস্কের মধ্যস্থতায় রুশ-ইউক্রেনের মধ্যে চুক্তি অনুসারে নিরাপদ সামুদ্রিক পথ দিয়ে এগুলো নিজ নিজ গন্তব্য চলে যাবে।
এর আগে সোমবার (০১ আগস্ট) প্রথমবারের মতো ২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেনের ওদেসা বন্দর থেকে লেবাননের উদ্দেশে রওনা দেয় একটি জাহাজ।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনের সব বন্দর দিয়ে বন্ধ হয়ে যায় পণ্য সরবরাহ। অবশেষে গত মাসে দেশ দুটির মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী আবারও শুরু হয়েছে পণ্য রফতানি। এতে এরই মধ্যে কমতে শুরু করেছে খাদ্যপণ্যের দাম। বিশ্লেষকরা বলছেন, নতুন করে কোনো সংকট তৈরি না হলে দ্রুতই স্বাভাবিক হবে বৈশ্বিক খাদ্য সংকট।
