স্বাস্থ্য ডেস্ক:
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য না দিতে নোটিশ দিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৪ জুন) ইস্যু করা নোটিশের বিষয়টি শনিবার (৮ জুন) জানাজানি হয়।
নোটিশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার বা বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
নোটিশের বিষয়ে জানতে চেষ্টা করেও হাসপাতালের দায়িত্বশীল কারো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগে ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় একটি মামলা করার দিনই নোটিশটি ইস্যু করা হয়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।