জাতীয় ডেস্ক :
রংমিস্ত্রি, খাবার ডেলিভারি পেশার আড়ালে বাসাবাড়িতে করা হয় নজরদারি। এরপর টার্গেট বাসায় হানা দেয় ডাকাত দল। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সিসি ফুটেজে দেখা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়িতে ডাকাতি করতে গেলে প্রতিরোধের মুখে পড়ে একদল ডাকাত। এ সময় একজনকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় তারা।
মোহাম্মাদপুর থানায় মামলার পর ৬ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বন্দুক, চাপাতি, রড, নগদ টাকাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, রাজধানীর বছিলায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলে তাদের গ্রেফতার করা হয়। এরা পেশায় রং মিস্ত্রি, ফুড ডেলিভারিম্যান, সিএনজিচালক। পেশা কাজে লাগিয়ে টার্গেট করা বাসায় রেকি করে ডাকাতি করত তারা।
ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশীদ বলেন, তাদের একটা প্রধান বস আছে যার নাম সাদ্দাম, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার নেতৃত্বে এসব ডাকাতি করা হয়। এছাড়াও আরও অনেক বড় বড় ডাকাতি তারা করেছে সেগুলোর তদন্তও করা হচ্ছে। মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে আর ঢাকার বাইরে আরও ৪-৫টি মামলা হয়েছে।
ডিবির এ কর্মকর্তা জানান, বেশি টাকার জন্য মাসে দু’একটি ডাকাতি করত চক্রটি।
তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে কাজ করার চেয়ে তারা এটা মনে করত ১৫ দিনে একটা বাসায় যদি ডাকাতি করা যায় তাহলে তারা বেশি সুবিধা পায়। অনেকে আছে জেলে গিয়ে সেখান থেকে একটি চক্র তৈরি করে আবার বের হয়ে আবার এই কাজগুলো করত।
ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় ডিবি।
