হোম ফিচার ঢাকায় ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, একদিনে আরও ১২৫৪ রোগী শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক :

দেশব্যাপী দ্রুত ছড়াচ্ছে মহামারি করোনাভাইরাস। তবে দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১২৫৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১১৯৬ জন করোনা রোগী।

২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন করোনায় মারা গেছেন। যাদের মধ্যে ২ জনই ঢাকার।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও এক হাজার ৪৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

এদিকে এদিন স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে আবারও করোনা সংক্রমণ ভয়াবহ আকারে বেড়েছে। গত এক সপ্তাহে দেশে ১১৫ শতাংশের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৩ জনের, যা তার আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি।

দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন