হোম জাতীয় ঢাকার পর এবার চট্টগ্রামে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা

জাতীয় ডেস্ক :

নতুন বছরের শুরু থেকেই দেশব্যাপী আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এক সপ্তাহ আগে যেখানে প্রতিদিন করোনা শনাক্তের হার ছিল প্রতিদিন ৫০০ এর মতো, সেই সংখ্যা এখন তিন হাজার ছাড়িয়ে গেছে।

তবে নতুন করে যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। অর্থাৎ ঢাকা ইতোমধ্যে সংক্রমণের রেড জোনে পরিণত হয়েছে। অন্যদিকে, ঢাকার পরই সংক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। সেখানেও অতি দ্রুত ভয়ংকর রূপ নিতে যাচ্ছে করোনা।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৩৫৯ করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ৬৬৭ জন। ঢাকা বিভাগে এই সংখ্যা মোট দুই হাজার ৭৫২ জন।

অন্যদিকে, চট্টগ্রাম গত ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৩৪৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৬০ জনই চট্টগ্রামের বাসিন্দা। আগের দিন এই সংখ্যা ছিল ২০৭ জন। এক দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ৫৩ জন বেড়েছে। যার অর্থ দাঁড়াচ্ছে চট্টগ্রামেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা।

সংক্রমণে তৃতীয় অবস্থানে আছে রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮১ জন।

করোনায় আক্রান্ত শনাক্তে রাজশাহীর পরই সিলেট বিভাগের অবস্থান। সেখানে ৬১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং বরিশাল বিভাগের ১৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন