হোম অন্যান্যসারাদেশ ঢাকা দক্ষিণ সিটি কপারেশনের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

ঢাকা দক্ষিণ সিটি কপারেশনের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ৬৮ নং ওয়ার্ড এর এলাকাবাসীরা। তারা তাদের দাবীতে বলেন, আমরা ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড পূর্ব হাজী নগরবাসী। এখানে ৬ হাজার লোকের বসবাস। এখানে ১ টি ৩ তলা বিশিষ্ট মসজিদ রয়েছে যেখানে জুমার দিন প্রায় ২.৫ হাজার লোক একসাথে নামাজ আদায় করেন।

একটি এতিমখানা ও মহিলা মাদ্রাসা রয়েছে এখানে, যেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ ছাত্র- ছাত্রী লেখাপড়া করছে। একটি স্কুল রয়েছে, যেখানে প্রায় ৩০০ ছাত্র ছাত্রী লেখাপড়া করে।

আবাসিক এলাকা এবং প্রতিষ্ঠানগুলোর ৩০ ফুট এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি স্থায়ী ময়লা ও ডাস্টবিন তৈরীর জন্য উদ্যোগ নিয়েছে বর্তমানে। যদি এই ডাস্টবিন স্থায়ীভাবে নির্মাণ করা হয়, তাহলে পৃর্ব হাজী নগরবাসী বসবাস এবং মসজিদে ইবাদাতের স্থান ও মাদ্রাসা- স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া করা অনুপযোগী হয়ে যাবে। এমতাবস্থায় স্থায়ী ডাস্টবিনটি অন্যত্র নিমার্ণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন