হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় সস্ত্রাসী হামলার প্রতিবাদে গ্রামীণ সড়কে প্রতিবাদ সভা

ডুমুরিয়ায় সস্ত্রাসী হামলার প্রতিবাদে গ্রামীণ সড়কে প্রতিবাদ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

খুলনা অফিস :

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনার ডুমুরিয়ায় উপজেলার মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামে নিরহী কৃষক অনাদী মন্ডলের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের সচেতন নাগরিকের ব্যানারে স্থানীয় দুই নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এক প্রতিবাদ সভার অনুষ্টিত হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, গত জোট সরকারের সময় কালে মাগুরখালী ইউনিয়নে যে সকল চিহ্নিত সন্ত্রাসী এলাকায় খুন, ডাকাতি, ধর্ষণ, মাছের ঘের লুট ও পুলিশ সোর্স ছিলো। ক্ষতমার বদল হলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আবারও তারা এলাকায় ফিরে ত্রাস সৃষ্টি শুরু করেছে। বর্তমান তারা ক্ষমতাশীন দলে ভিড়ে এলাকায় চাঁদাবাজী, নদী দখল-খাল দখল, সাধারণ মানুষের উপর হামলাসহ এলাকায় রাম-রাজত্ব কায়েম করে চলেছে। এর মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীও রয়েছে। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিমল সানার ছত্র-ছায়ায় দিপংকর রায়ের নেতৃত্বে এলাকার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, মাদক মামলায় জড়িত বাবু মন্ডল, শুভ মন্ডল, সন্ত্রাসী সুব্রত মন্ডল, সুকৃতি মন্ডল ও ডাকাত প্রভাষ হালদার ওই সন্ত্রাসী বাহিনী চলতি মাসের ৩ অক্টোবর সন্ধ্যায় ঝরঝরিয়ার চৌরাস্তার মোড়ে ফেলে স্থানীয় নিরহী কৃষক অনাদী মন্ডলের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। ওই সন্ত্রসী বাহিনী এলাকায় প্রতিনিয়ত ত্রাস সৃষ্টি করা চলেছে। এলাকায় ওই সকল অপকর্ম এবং সন্ত্রাসী তান্ডব লীলা স্থানীয় আ’লীগের দলীয় নেতা কর্মীর উপর পড়ে।

যার কুফল বর্তমান সরকারের উপর প্রভাব পড়তে শুরু করেছে। ওই সকল সন্ত্রাসীরা কোনো দলের নয়। দ্রæত ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান স্থানীয় সাধারণ নিরহী গ্রামবাসী।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, তিন নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শুকুমার সরকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মনোজ সরকার, দুই নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, আহত যুবকের কাকী আওয়ামী লীগ কর্মী নমিতা মন্ডল, কৃষক লীগের নেতা বিবেক আনন্দ রায়, স্থানীয় মাদারতরা বাজার বনিক সমিতির সভাপতি পুলিন মন্ডল, পঞ্চনন মন্ডল, প্রমুখ। বৃহস্পতিবার দিন ভোর বৃষ্টিকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া-ভ্রমর বেড় গ্রামের নারী-পুরুষ ওই প্রতিবাদ সভায় যোগ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন