হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত

ডুমুরিয়ায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত

কর্তৃক
০ মন্তব্য 99 ভিউজ

ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়ায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে।

মঙ্গলবার বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদামাথা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঢাকা মেট্রো ড ১১-৬৬০২ নম্বরের ট্রাকটি আটক করে।

হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ ফিরোজ আহম্মেদ জানান, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী ঘাতক ট্রাকটি গুটুদিয়া ওয়াপদামাথা মোড়ে নিয়োন্ত্রন হারিয়ে ঢাকা মেট্রো গ ৩৭-০০৪২ নম্বরের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে প্রাইভেটকারের চালকসহ ৩ জন আহত হয় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে ঘাতক ট্রাকটিরও ব্যাপক ক্ষতি হয়। তবে ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে পুলিশ সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন