হোম জাতীয় ডিবি অফিসের সামনে ইসকন সদস্যদের অবস্থান

ডিবি অফিসের সামনে ইসকন সদস্যদের অবস্থান

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পরিচয়ে তুলে যাওয়ায় ডিবি অফিসের সামনে ৩০ থেকে ৩৫ জন ইসকন সদস্য অবস্থান করছেন।

সোমবার সন্ধ্যায় তারা অবস্থান নেন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পরিচয়ে ঢাকা মেট্রো-চ ৫২১১৬১ নম্বরের একটি মাইক্রো গাড়িতে করে তুলে যাওয়ার কারণে ডিবি অফিসের সামনে অবস্থান নেয়।

এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, প্রফেসর ড. নিমচন্দ্ৰ ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন