বিনোদন ডেস্ক :
দর্শকপ্রিয় ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সিক্যুয়েল আসে ছয় বছর পর। কিন্তু এবার ‘মাল্টিভার্সে’ প্রবেশ করেছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’।
প্রথমবার ‘ডক্টর স্ট্রেঞ্জ’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’, যার মধ্য দিয়ে নতুন এক জগতে এলেন ড. স্ট্রেঞ্জ। ছয় বছর দেরির কারণ ছিল এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র স্টিফেন স্ট্রেঞ্জের ভূমিকায় বেনডিক্ট ক্যাম্বারব্যাচের অন্যান্য কাজের ব্যস্ততা। গত কয়েক বছরে একাধিক সিনেমা ম্যাজিশিয়ান চরিত্রে পাওয়া যায় তাকে। সেই ‘অ্যাডভেঞ্চারস’ থেকে ‘থর’ পর্যন্ত, এমনকি ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এ-ও।
সিনেমায় বেনডিক্টকে ভয়ংকর সব রূপের মুখোমুখি হতে হয়। ড. স্ট্রেঞ্জরূপে তিনি অন্য মহাকাশে যান, যেখানে রয়েছে অন্য সব পৃথিবী, যা চলছে নিজস্ব ধারাবাহিকতায়। সিনেমাটিতে ড. স্ট্রেঞ্জ সহায়তা করতে যান এক তরুণীকে, যিনি মাল্টিভার্সে দরজা খোলার সক্ষমতা রাখেন। সেই শক্তি ‘স্ট্রেঞ্জ’কে শুধু মহাবিশ্বের নয়, অন্যদেরও বাঁচানোর জন্য সাহস জোগায়। গত মাসে মুক্তি পেলে ওটিটি প্ল্যাটফর্মে মুভিটি দেখতে মুখিয়ে থাকে ডক্টর স্ট্রেঞ্জ সিরিজের দর্শক-ভক্তরা। সে সুবাদেই আজ ২২ জুন থেকে ডিজনি প্লাসে সবাই দেখতে পাবে সিনেমাটি। শুধু তাই নয়, ২৬ জুলাই থেকে অনলাইনে সিনেমার ডিস্কও কিনতে পারবে সবাই।
সূত্র: হলিউড রিপোর্টার.কম