হোম খেলাধুলা ডাকেটের ইতিহাস গড়া সেঞ্চুরিতে রানের পাহাড় ইংল্যান্ডের

ডাকেটের ইতিহাস গড়া সেঞ্চুরিতে রানের পাহাড় ইংল্যান্ডের

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
শুরুটা ছিল নড়বড়ে। তবে বেন ডাকেট ও জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। মারমুখি ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার ডাকেট তার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড।

১৬৫ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন ডাকেট। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান। তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রানের ইনিংসটাকে। ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার অ্যাস্টল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় ৪৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা।

ফিল সল্ট ১০ ও জেমি স্মিথ ১৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা রুটকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন ডাকেট। ১৫৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ডাকেট।

তবে দলীয় ২০১ রানে ৭৮ বলে ৬৮ রান করে ফিরে যান রুট। তার বিদায়ের পরও একপ্রান্তে আগলে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান ডাকেট। আউট হওয়ার আগে ১৪৩ বলে ১৬৫ রান করেন এই ইংলিশ ওপেনার।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে বেন দারশুইস ৩টি উইকেট। এছাড়া অ্যাডাম জাম্পা ও মার্নাস লেবুশানে নেন ২টি করে উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন