হোম অর্থ ও বাণিজ্য ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন

বাণিজ্য ডেস্ক:

আমদানিতে বিধিনিষেধ শিথিল করেছে পাকিস্তান সরকার। এতে দেশের বাজারে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় তলানিতে ঠেকেছে পাকিস্তানি মুদ্রা রুপির মান।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমদানি বিধিনিষেধ শিথিল হওয়ায় পাকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ পড়ে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মঙ্গলবার (২২ আগস্ট) আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান রেকর্ড সর্বনিম্ন ২৯৯ এ নেমেছে।

প্রতিবেদন লেখার সময় প্রতি ডলারে রুপির মান নেমেছে ২৯৯ দশমিক ৯৪ তে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বহিঃপ্রবাহ ঠেকাতে ২০২২ সালে আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করে পাকিস্তান। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৩ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির একটি শর্ত ছিল আমদানির ওপর থাকা এই বিধিনিষেধগুলো তুলে নেয়া। সংকটে জর্জরিত এই অর্থনীতি আইএমএফের এই শর্ত পূরণে জুনে বিধিনিষেধগুলো শিথিল করে দেয় দেশটি।

ব্যবসায়ীর জানান, মঙ্গলবার (২২ আগস্ট) ডলারের বিপরীতে রুপির মান শূন্য দশমিক ৬ শতাংশ কমে সর্বনিম্ন ২৯৯ তে ঠেকে। এর আগে চলতি বছরের মে মাসে লেনদেনে রুপির মান রেকর্ড ২৯৮ দশমিক ৯৩ তে নেমেছিল। তার ‍দুই দিন আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি অভিযোগে গ্রেফতার হন। যা দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দেয়।

করাচি-ভিত্তিক ব্রোকারেজ কোম্পানি আরিফ হাবিবের গবেষণা প্রধান তাহির আব্বাস বলেছেন,

আপাতত ডলারের বিপরীতে রুপি ২৯৫ থেকে ৩০৫ এর মধ্যে লেনদেন হবে বলে আশা করছি। মূলত আমদানি বিধিনিষেধ শিথিল করার জন্যই ডলারের বিপরীতে রুপির মান পড়ে গেছে। তাছাড়া বহুজাতিক করপোরেশেনগুলোও তাদের বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা ফেরত নেয়া শুরু করেছে। যার কারণে রুপির বহিঃপ্রবাহ বেড়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন