হোম খেলাধুলা ডমিঙ্গোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

খেলাধূলা ডেস্ক :

পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেটে। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে দলে আমূল বদল আনতে চায় বোর্ড। এরই মধ্যে টেকনিক্যাল কনসালটেন্ট বা পরামর্শক হিসেবে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো।

বিশেষ করে বিসিবি সভাপতির এক মন্তব্যের পরই স্পষ্ট, টি-টোয়েন্টি ক্রিকেটে হেড কোচ হিসেবে আর থাকছেন না ডমিঙ্গো। তার জায়গায় নতুন কাউকে ভাবছে বিসিবি। তবে বোর্ডের নতুন ভাবনা প্রোটিয়া এ কোচ মেনে নেয় কি না সেটিও বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে, হয়তো বাংলাদেশ অধ্যায়ই শেষ হয়ে যেতে পারে ডমিঙ্গোর।

আগামী সোমবার (২২ আগস্ট) রাসেল ডমিঙ্গোর সঙ্গে বৈঠকে বসবে বোর্ড। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এর আগে বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার (১৯ আগস্ট) বলেন, ‘আমাদের এখন পর্যন্ত চিন্তাধারা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সবকিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমাণ খেলা, ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেয়া সম্ভব নয়। তার সঙ্গে আমাদের যে চুক্তি, অনেক সিরিজে সে যেতেই পারবে না। তার ছুটির একটা নির্দিষ্ট সময় আছে। বুঝতে হবে। এটা এত সহজ নয়।’

পাপন যোগ করেন, ‘মানসিকতার একটা ব্যাপার আছে। টেস্ট ও ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির কোনো মিল নেই। এসব নিয়ে চিন্তাভাবনা করে আলাদা করার কথা ভাবছি।’

তবে ডমিঙ্গোকে সরিয়ে যে টেকনিক্যাল পরামর্শক শ্রীরামকেই টি-টোয়েন্টির কোচ বানিয়ে ফেলছেন বিষয়টি এমনও না। এশিয়া কাপে নেয়া হবে ভারতের এ কোচের পরীক্ষা-নিরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বিসিবি চিন্তা করবে তাকে স্থায়ীভাবে দায়িত্ব দেয়া যায় কি না? সেটা নির্ভর করছে এ দুই আসরে তার পারফরম্যান্সের ওপর। তার ওপর ডমিঙ্গোর ভূমিকা তখন কী থাকবে সেটা নিয়েও আছে আলোচনার বিষয়। এগুলো নিয়ে আগামী ২২ আগস্ট সবার সঙ্গে বসতে চান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটি জিনিস নয়। আমরা রাসেল ডমিঙ্গোকে রেখেই পরিবর্তন করব না কি না রেখে করব, এসব কিছু আমরা ২২ তারিখ সিদ্ধান্ত নেব। সবার সঙ্গে বসব। তাদের কথা শুনব।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘যদি পারি আমরা কোচিং স্টাফও আলাদা করে দেব। আমরা এশিয়া কাপে দেখব, বিশ্বকাপে দেখব। এরপর একটা সিদ্ধান্ত নেব। তারপর শ্রীরামকে টি-টোয়েন্টিতে রেখে দেব না কি অন্য কাউকে দেখব, এটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন