খেলাধূলা ডেস্ক :
টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারানোর পর ছুটি কাটাতে একদিন আগেই দেশে ফিরে গিয়েছিলেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে এরপর গণমাধ্যমে রটলো, বাংলাদেশের পাঠ চুকাতে চলেছেন ডমিঙ্গো, হেড কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকান এ কোচের পদত্যাগ গুঞ্জনের বিষয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন ভিন্ন কথা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সিইও বলেন, ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি পুরোপুরি ভুল। নিজ দায়িত্বেই থাকছেন তিনি।
দলের টানা ব্যর্থতায় টাইগার হেড কোচের গদি টেকানো নিয়েই সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও বাকি দুই ফরম্যাটের নাটাই তার হাতেই রেখে দেয় বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকান এ কোচের সঙ্গে থাকা চুক্তি শেষ করতে চায় তারা। টি-টোয়েন্টির পরিকল্পনা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন খোদ ডমিঙ্গোও। জানিয়েছিলেন, এটা দারুণ ব্যাপার হবে। কিছুটা অবসর পাওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালোভাবে কাজ করার সুযোগ থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।
আগামী ১৫ দিনের মধ্যে বিসিবিকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জমা দেয়ারও কথা রয়েছে ডমিঙ্গোর। তবে ছুটি কাটাতে দেশে ফিরে বাংলাদেশের চাকরি ছাড়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন হেড কোচ-এমন গুঞ্জন ভাসছিল বৃহস্পতিবার সকাল থেকেই। তবে পুরো বিষয়টি উড়িয়ে দিলেন বিসিবি সিইও। বলেন, পুরো বিষয়টিই কিছু মিডিয়া ভুলভাবে ছড়াচ্ছে। কারণ তার সঙ্গে আমার আজকেও বিস্তারিত কথা হয়েছে। সে নিজেও ব্যাপারটা নিয়ে বিব্রত। সবার কাছে সে (ডমিঙ্গো) অনুরোধ করেছে বিষয়গুলো মিডিয়াতে যেন এভাবে না আসে।
মিডিয়াতে ডমিঙ্গোর সাম্প্রতিক বক্তব্য নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, যা মিডিয়াতে এসেছে সব যে ভুল তা না, তবে তিনি যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে কিছু বিষয় হয়তো ভুলভাবে ছড়ানো হয়েছে।
বিসিবি সিইও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে এ দলের ট্যুরে দলের সঙ্গে যোগ দিতে পারেন ডমিঙ্গো।
