হোম আন্তর্জাতিক ঠাকুর দেখে গভীর রাতে উন্মত্তদের খপ্পরে মা-মেয়ে, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক :

নবমীর রাতে ঠাকুর দেখে গভীর রাতে বাসায় ফেরার সময় উন্মত্ত যুবক-যুবতীদের খপ্পরে পড়েছেন মা-মেয়ে। এরপর মায়ের মাথা ফাটিয়ে দেন তারা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের হুগলির উত্তরপাড়ায়। উত্তরপাড়ার পাতকুয়াতলা এলাকায় বাসিন্দা মাধুরী সিংহ এবং মেয়ে জ্যোতি সিংহ মাইতি ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, রাস্তায় তিন যুবক-যুবতী মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন। কেন বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ করছেন, তা জিজ্ঞেস করায় জ্যোতিকে আচমকা মারধর করতে শুরু করেন যুবক-যুবতীরা। তাকে আঁচড়ে-খিমচে দেওয়ার অভিযোগ ওঠে এক মত্ত যুবতীর বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে মা এগিয়ে আসায়, মাধুরীর মাথায় পানির বোতল দিয়ে মারা হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার। দম্পতির চিৎকারে এলাকার বাসিন্দারা চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশও।

স্থানীয়দের অভিযোগ, পুলিশকে অকথ্য গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত যুবক-যুবতীরা। উত্তরপাড়া থানার পুলিশ তিন যুবতীর সঙ্গীদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় জ্যোতির মা মাধুরী বলেন, ‘ঠাকুর দেখে বাড়ি ফিরছি। দেখি ওরা মাতলামো করছেন। আমার স্বামী ওদের বারণ করেছিল। কিন্তু শোনেনি। তখন মেয়ে জিজ্ঞাসা করে, কেন এসব করছেন? তারপরই মেয়ের উপর চড়াও হয়। মেয়ের মঙ্গলসূত্র ছিঁড়ে দেয়, আঁচড়ে-খিমচে দেয়।’

জ্যোতির মায়ের আরও অভিযোগ, তাকেও বোতল দিয়ে মারধর করা হয়েছে। মারের চোটে পড়ে গিয়ে তার মাথা ফেটেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন