হোম ফিচার ‘ট্রিপল আর’ দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

বিনোদন ডেস্ক :

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘ট্রিপল আর’। সিনেমাটি নির্মাণের ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে শুরু হয় নিয়ে উন্মাদনা। আর এই উন্মাদনা এতটাই চরম পর্যায় পৌঁছায় যে হলমালিকদের মাঝে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আর এই আতঙ্কের কারণ হলো হলের পরিস্থিতি নিয়ে।

এর আগে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহের পর্দাসহ অন্যান্য জিনিস অনেক ক্ষতিগ্রস্ত হয়। আল্লু ভক্তদের বাড়তি উন্মাদনায় হলের পরিস্থিতিও খারাপ হয়। আর তাই এবার ‘ট্রিপল আর’ মুক্তির আগেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ভারতীয় হল কর্তৃপক্ষ।

তবে সতর্কতা মৃত্যুর ঊর্ধ্বে। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ট্রিপল আর’। অনেক জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমা। আর এটি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ভক্ত।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের এসভি ম্যাক্স প্রেক্ষাগৃহে। সিনেমা নিয়ে উন্মাদনা থাকায় প্রথম দিনই বন্ধুদের সঙ্গ ‘ট্রিপল আর’ দেখতে গিয়েছিলেন এই যুবক। শুধু তাই নয়, মোবাইল ফোনে প্রিয় অভিনেতাদের ভিডিও করছিলেন।

ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে পড়ে যান তিনি। পরে বন্ধুরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনায় শোক প্রকাশ করছেন।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘ট্রিপল আর’।

সূত্র: টলিউড ডটনেট

সম্পর্কিত পোস্ট

মতামত দিন