হোম আন্তর্জাতিক ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রুশ তেল আমদানি করবে ভারত

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রুশ তেল আমদানি করবে ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির দুই সরকারি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই তেল কেনা হচ্ছে এবং তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বলেছেন, এগুলো দীর্ঘমেয়াদি তেলচুক্তি। হঠাৎ করেই কেনা বন্ধ করা যায় না।

গত মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে রুশ তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত শাস্তির হুমকি দিয়েছিলেন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, আমি শুনেছি, ভারত নাকি আর রুশ তেল কিনছে না।

তবে শনিবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুজন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সরকার তেল কোম্পানিগুলোকে রাশিয়া থেকে আমদানি কমাতে কোনও নির্দেশ দেয়নি।

এদিকে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা জ্বালানি আমদানির ক্ষেত্রে বাজারের পরিস্থিতি, সরবরাহ ও বৈশ্বিক অবস্থান বিবেচনায় নিই। ভারত-রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের ও পরীক্ষিত। আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক তাদের নিজস্ব ভিত্তিতে গড়ে ওঠে, তৃতীয় কোনও দেশের প্রভাব এখানে নেই।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জুলাই মাসে রুশ তেলের ছাড় কমে যাওয়ায় গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো রুশ তেল কেনা স্থগিত রেখেছে।

ভারতের শীর্ষ রিফাইনারিগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি। গত সপ্তাহ থেকে রুশ তেলের জন্য এসব রিফাইনারি কোনও নতুন চালান চায়নি।

তবে দেশটির বড় তেলক্রেতা নায়ারা এনার্জি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। কোম্পানিটি আংশিকভাবে রুশ মালিকানাধীন। গত মাসে নায়ারার প্রধান নির্বাহী পদত্যাগ করেন এবং তার স্থলে সার্গেই দেনিসভকে নিয়োগ দেওয়া হয়।

রয়টার্স আরও জানিয়েছে, নায়ারা এনার্জির তিনটি জাহাজ এখনও তেল খালাস করতে পারেনি ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে।

রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। ভারতের মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ জোগান দেয় দেশটি। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাশিয়া থেকেই সবচেয়ে বেশি তেল এসেছে ভারতে। এরপর রয়েছে ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত চলতি বছরের প্রথম ছয় মাসে দৈনিক ১৭.৫ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন