আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সর্বশেষ ফোনালাপ ছিল এখন পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে ভালো এবং ‘সবচেয়ে ফলপ্রসূ’ আলোচনা। শনিবার (৫ জুলাই) রাতে প্রচারিত ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন জেলেনস্কি। ব্রিটিশ বাতা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ সম্পর্কে বলতে গেলে, এটা সম্ভবত এই পুরো সময়কালের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো আলাপ ছিল, সবচেয়ে ফলপ্রসূ।’ একদিন আগেই তাদের মধ্যে টেলিফোনে কথা হয়।
তিনি বলেন, ‘আমরা আকাশ প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমি সাহায্য করতে চাওয়ার জন্য কৃতজ্ঞ। প্যাট্রিয়ট সিস্টেমই হচ্ছে ব্যালিস্টিক হুমকি থেকে রক্ষার মূল চাবিকাঠি।’
জেলেনস্কি আরও বলেন, তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, যা নিয়ে আগামী বৈঠকগুলোতে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন।
ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, জেলেনস্কির সঙ্গে ফোনালাপ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় হতাশা প্রকাশ করেছেন তিনি। কারণ তিনি বলেন, মস্কো যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক নয়।
জেলেনস্কির অনুরোধে যুক্তরাষ্ট্র কি আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রতিরক্ষার জন্য তাদের এটা দরকার… তারা প্রচণ্ড আঘাতের মুখে আছে, তাদের কিছু না কিছু তো লাগবেই।’
রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ এবং অন্যান্য শহরে আকাশ হামলা আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই রুশ বাহিনী ইউক্রেনের রাজধানীতে ৪০ মাসের যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায়।