হোম আন্তর্জাতিক ট্রাম্পের আগে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করবেন মোদি

ট্রাম্পের আগে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করবেন মোদি

কর্তৃক Editor
০ মন্তব্য 203 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ঠাসা কর্মসূচিতে ভরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর। ৩৬ ঘণ্টায় তাঁর ছয়টি দ্বিপক্ষীয় বৈঠকের তালিকার মধ্যে রয়েছে টেসলা কর্তা ইলন মাস্কের নামও। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছেন স্পেসএক্সের শীর্ষ কর্তা মাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসেই হতে পারে এই সাক্ষাৎ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্টারলিঙ্ক স্যাটেলাইটের ভারতীয় মার্কেটে প্রবেশ নিয়ে আলোচনা হতে পারে মোদি-মাস্ক বৈঠকে। মাস্কের একসময়ের বন্ধু ও বর্তমান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ভারত সফরের পরই মোদির সঙ্গে টেসলা কর্তার বৈঠক বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের প্রত্যন্ত অঞ্চলে সিগন্যালিংয়ের জন্য স্টারলিঙ্ক স্যাটেলাইট অত্যন্ত উপযোগী। তাই ভারতের কোণায় কোণায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় বাজারে দৃপ্ত পদক্ষেপ রাখতে পারে স্পেসএক্সের স্টারলিঙ্ক।

এর আগে বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান মোদি। এনডিটিভি বলছে, মোদি ও ইলন মাস্ক একাধিকবার দেখা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে একটি সফরের সময় সান জোসে টেসলা কারখানা পরিদর্শন করেন। সেসময় টেসলার সিইও মোদিকে কারখানা ঘুরিয়ে দেখান।

তবে মোদি-মাস্কের আসন্ন বৈঠক এবার ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইলন মাস্ক ২০১৫ সালের পর দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, যখন তিনি ডেমোক্রেটিক পার্টির সমর্থক ছিলেন। কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন।

নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের মধ্যে আর কী নিয়ে আলোচনা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন