হোম আন্তর্জাতিক ট্রাম্পকে নিয়ে মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে নিয়ে মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে ঘৃণা করার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রসুলকে বহিষ্কার করেছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে তাকে আমেরিকায় ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইব্রাহিম রসুলকে ‘আমাদের মহান দেশে আর স্বাগত জানানো হবে না’।

রুবিও লিখেছেন, ‘ইব্রাহিম রসুল একজন জাতি-প্রতারক রাজনীতিবিদ, যিনি আমেরিকাকে ঘৃণা করেন এবং পোটাসকে (মার্কিন প্রেসিডেন্টের সংক্ষিপ্ত রূপ) ঘৃণা করেন। তার সাথে আমাদের আলোচনা করার কিছু নেই এবং তাই তাকে ব্যক্তিগতভাবে অ-অগ্রাধিকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

এদিকে, এমন ঘটনার পর শনিবার (১৫ মার্চ) সকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট একটি বিবৃতি জারি করে বলেছেন, এই সিদ্ধান্তটি ‘দুঃখজনক’।

কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়ে তোলার জন্য দক্ষিণ আফ্রিকা প্রতিশ্রুতিবদ্ধ।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের মুখপাত্র ক্রিসপিন ফিরি এক্স-পোস্টে বলেছেন, এ বিষয়ে সরকার ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবে’।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ ঘটনা ইব্রাহিমের বহিষ্কার। দেশটি ফিলিস্তিনি অধিকারকে সমর্থন করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা পরিচালনা করতে সহায়তা করছে। যে মামলায় মার্কিন মিত্র ইসরায়েলকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, অভিজ্ঞ কূটনীতিক ইব্রাহিম রসুলকে ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উচ্চ পর্যায়ের রিপাবলিকানদের সঙ্গে কথা বলার নিয়মিত সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।

রসুল জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে পদে ফিরে আসেন। তিনি এর আগে বারাক ওবামার আমলে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ভূমিকা পালন করেছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন