হোম জাতীয় ট্রাফিক পুলিশের চেষ্টায় রক্ষা পেল ৪০ যাত্রীর প্রাণ

জাতীয় ডেস্ক :

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাজধানীর জুরাইনে রেলক্রসিংয়ে আটকে পড়া আনন্দ পরিবহনের একটি বাসের ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় জুরাইন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪০৩০) যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেল লাইনের উপর ওঠামাত্র বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও স্টার্ট দিতে পারছিলেন না। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন ঢাকার দিকে আসছিল।

তিনি জানান, তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে তিনিসহ সঙ্গে থাকা এটিএসআই উওম কুমার দাস, ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীসহ পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেন। পার করার কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। রক্ষা পায় বাসে থাকা ৪০ যাত্রীর প্রাণ।

জুরাইন রেল ক্রসিংয়ের গেট ম্যান মো. হারুন মিয়াসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বাসের ভিতরে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ গ্রহণে বাসের যাত্রীসহ সাধারণ জনগণ ট্রাফিক পুলিশের ভূয়সী প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন