খেলাধূলা ডেস্ক :
চেন্নাই সুপার কিংসের সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তার করা একটি বিজ্ঞাপন নিয়ে অভিযোগ জানিয়েছে কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি। তাদের অভিযোগে বলা হয়েছে, ধোনির বিজ্ঞাপন রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিতে পারে।
ওই বিজ্ঞাপনে দেখা যায়, রাস্তায় বাস থামিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন ধোনি। একজন পুলিশ তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যান। এ বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবতে পারেন, ট্রাফিক আইন ভাঙা বুঝি অপরাধ নয়। সেই কারণেই এই বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
বিজ্ঞাপনটি মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরকে ঘিরে। যেখানে বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মাঝেই হঠাৎ বাসটিকে থামিয়ে দেন ড্রাইভার ধোনি। তারপর যাত্রীদের বলেন, জানালা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। সেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে থাকেন।
এই বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া। আইপিএল এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থাকে নোটিশও পাঠিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের বরাতে জানা গেছে, বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা লিখিতভাবে জানিয়েছে, ধোনির বিজ্ঞাপনটি তারা সরিয়ে নেবে।
