স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টের ১৫০ বছর পূর্তি হবে ২০২৭ সালে। আগেই ঘোষণা এসেছিল ঐতিহাসিক সেই মাইলফলককে স্মরণীয় করে রাখতে ওই বছর হবে বিশেষ টেস্ট ম্যাচ। এবার নতুন ঘোষণায় জানানো হয়েছে, মেলবোর্নে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গোলাপি বলে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের এই টেস্ট। টাইমলেস টেস্টের সেই সময় অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ সমতায় শেষ করেছিল সিরিজ।
টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া কাকতালীয়ভাবে জেতে ৪৫ রানে!
বিশেষ টেস্টটি অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ছুটির বাইরে ১১ থেকে ১৫ মার্চ মাঠে গড়াবে। যার মধ্য দিয়ে মেলবোর্নের ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ভেন্যুটিতে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্ট হতে যাচ্ছে।