জাতীয় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে ফের তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ভিকটিমের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) মো. আজিজুল হক।
অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউপি চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের নবি হোসাইনের ছেলে রিজিম উল্লাহ (২৫), একই ব্লকের মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন (২১) ও ইসমাইলের ছেলে মজিবুল্লাহ (২৬)।
চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা মাঝি মো. আজিজুল হক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬) ক্যাম্প থেকে বের হয়।
পরবর্তীতে যুবকরা বৃহস্পতিবার সকালে বাড়িতে মুঠোফোনে কল করে জানান, তাদের অপহরণ করে ব্যাপক নির্যাতন করা হচ্ছে। অপহরণকারীরা তাদের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন। মুক্তিপণের টাকা না পেলে তাদেরকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে।
টেকনাফস্থ ১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা বলেন, ক্যাম্পে তিন রোহিঙ্গা অপহরণের বিষয়টি জেনেছি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৭৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হলেও অন্যরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৩৯ টি।