স্পোর্টস ডেস্ক:
বছরের শুরুর দিনেই টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দলটির অধিনায়ক হিসেবে মিচেল মার্শকে বেছে নেওয়া হয়েছে।
মূলত দল নির্বাচনের মাধ্যমে নিজেদের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারত সফরের টি–টোয়েন্টি সিরিজে না থাকা প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও কুপার কনোলিকে ফিরিয়ে আনা হয়েছে।
উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় দলে স্পিনারদের প্রাধান্য দেওয়া হয়েছে। স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন অ্যাডাম জাম্পা। তার সঙ্গে রয়েছেন ম্যাথু কুনেম্যান, কুপার কনোলি এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্ট।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
