হোম অর্থ ও বাণিজ্য টাঙ্গাইল শাড়ি ভারতের দাবী করায় ক্ষোভ-প্রতিবাদ

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবী করায় ক্ষোভ-প্রতিবাদ

কর্তৃক Editor
০ মন্তব্য 70 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

“নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্ভের ধন” শত বছর যাবৎ এই শ্লোগান বহন করে এলেও সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত টাঙ্গাইল শাড়ি নিজের দাবী করে জিআই স্বীকৃতি নিয়েছে। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার হওয়ায় টাঙ্গাইলে তাঁত সংশ্লিষ্টসহ সকল শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করছেন।

এরই মধ্যে অনেক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁত সংশ্লিষ্টদের দাবী, টাঙ্গাইল যেহেতু বাংলাদেশের একটি জেলা এবং প্রায় দুইশ বছর যাবৎ নিজস্ব ঐতিহ্য বহন করে সারা বিশ্বে নাম করেছে। এটা কোনভাবেই ভারতের পণ্য হিসাবে জিআই হতে পারে না। যদি ভারতের নিজস্ব পণ্য হতো তাহলে কেনো টাঙ্গাইলের তাঁত নামকরণ হয়েছে? ভারতে টাঙ্গাইল জেলা নামেও তো কোনো জেলা নাই।

দ্রুত ভারতের জিআই বাতিল করে টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের পণ্য হিসাবে জিআই স্বীকৃতির দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট এবং আন্দোলনকারীরা।

টাঙ্গাইল তাঁত শাড়ি মালিক সমিতির সভাপতি রগুনাথ বসাক বলেন, টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলের ঐতিহ্য। বাংলাদের কারিগর ভারতে গিয়ে শাড়ি তৈরি করলেই সেটা ভারতের নিজস্ব পণ্য হতে পারে না। টাঙ্গাইল শাড়ি জন্ম টাঙ্গাইলে। এই শাড়ির ২০০ বছরের ঐতিহ্য রয়েছে। কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম জানান, ভারত গত ২০২০ সালে জিআই আবেদন করলেও টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করা হয়েছে ২০১৭ সালে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য। টাঙ্গাইল শাড়ি জিআই করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক টাঙ্গাইলের তাঁত শাড়ি। প্রায় ২০০ বছর ধরে নিজস্ব ঐতিহ্য বহন করে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির স্বর্গ রাজ্য সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতীর বল্লা। আর এসব এলাকায় প্রায় সাড়ে তিন লাখ সংশ্লিষ্ট মালিক শ্রমিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন