হোম অন্যান্যসারাদেশ টাউনশ্রীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বাল্যাবিবাহ সচেতনতায় ছাত্রীদের অংশগ্রহনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও মিজানুর রহমান, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাসান রেজা মুকুল। এসময় বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরা হয়। একই সাথে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন