খেলাধূলা ডেস্ক :
ভারত-পাকিস্তান প্রতীক্ষিত ম্যাচে টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় রোববার (২৮ আগস্ট) রাত ৮টায়।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে নাসিম শাহের। ১৩টি টেস্ট খেলা এ তারকার ওয়ানডে ক্রিকেটে আগমনটা দারুণ হয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচটি ভারতের হয়ে বিরাট কোহলির ক্যারিয়ারে শততম টি-টোয়েন্টি। যে কারণে তার ওপর আলাদা একটা প্রত্যাশা ক্রিকেট সমর্থকদের। তিনি কি জ্বলে উঠতে পারবেন? অনেকে মনে করেন, অফফর্মে থাকা সত্ত্বেও দিনটি যদি বিরাটের হয়, তবে প্রতিপক্ষের সর্বনাশ অবশ্যম্ভাবী। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যাটটা বরাবর ভালো চলে তার। তাই এ ম্যাচটি হতে পারে বিরাটের প্রত্যাবর্তন মঞ্চ।
এ ম্যাচে দর্শকদের কাছে আলাদা সূর্যকুমার যাদব। উইকেটের চারপাশে শট খেলার দক্ষতার জন্য এরই মধ্যে তাকে বলা হচ্ছে ৩৬০ ডিগ্রি ব্যাটার। প্রোটিয়া কিংবদন্তি ডি ভিলিয়ার্সের মতোই ব্যাট হাতে প্রতিপক্ষকে খুন করেন তিনি। একই সঙ্গে দারুণ ধারাবাহিক ও বিধ্বংসী সূর্যকুমারের স্ট্রাইকরেট প্রতিপক্ষের দুশ্চিন্তা বাড়াতে যথেষ্ট। ১৭৫.৪৫ স্ট্রাইকরেটে বোলারদের তুলাধোনা করেন এ ৩১ বছর বয়সি ব্যাটার।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এ মুহূর্তে আছেন দুর্দান্ত ফর্মেও। ৭৪ টি-টোয়েন্টিতে ৪৫.৫২ গড়ে ২৬৮৬ রানের মালিকের দিকে নজর না রেখে উপায় কই! তবে সমালোচনাও আছে বাবরকে নিয়ে। ১২৯.৪৪ স্ট্রাইকরেটটা টি-টোয়েন্টিতে মাঝেমাঝে প্রতিপক্ষের জন্য সুবিধার হয়ে যায়। তবে ওপেনিংয়ে রিজওয়ানের সঙ্গে বাবরের জুটিই বলতে গেলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের প্রাণ। তাই পাকিস্তানের জয় অনেকটাই নির্ভর করবে বাবরের ব্যাটের ওপর!
ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেস খান, যুজবেন্দ্র চাহাল ও আর্শদীপ সিং।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহানেওয়াজ দাহানি।
