ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জে আড়পাড়া জংলিশাহ্ দরগার পাশে নিরিবিলি পরিবেশে ১৯৯৬ সালে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে সাবেক এমপি ও কালীগঞ্জ উপজেলা আঃ লীগের সভাপতি প্রয়াত আব্দুল মান্নান তাঁর মায়ের নামে এক একর জমির উপর প্রতিষ্টা করেন তাঁর মা আয়েশা খাতুনের নামে
একটি বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি ১১জন শিক্ষক ও ২৬০ জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে এর ২০০৪ সালে প্রতিষ্টানটি স্বিকৃতি লাভ করে। বিগত ২৬ বছরে প্রতিষ্টানটি এমপিও ভুক্ত না হওয়াই অনেক শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেছেন এবং অনেকে অন্য পেশা বেছে নিয়েছেন। এ বছর সরকার প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্টান এমপিও ভুক্ত করলেও আমাদের প্রতিষ্টান সকল শর্ত পূরন করলেও প্রতিষ্টানটি এমপিও ভুক্ত না হওয়াই শিক্ষক কর্মচারীদের মনোবল ভেঙ্গে গেছে।
শিক্ষক রামচন্দ্র হাজারী বলেন, আমাদের পেটে ভাত না থাকলে কিভাবে আমারা শিক্ষক শিক্ষার কার্যক্রম পরিচালনা করবো। এই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বলেন, জিম খাতুন জানান আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের সরকার বেতন ভাতা না দিলেও অনেক গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করেন। কিন্তু শিক্ষক জাতির বিবেক তাদের পরনে কাপড় পেটে ভাত না থাকলে এ আমাদের জাতির জন্য লজ্জার।
প্রধান শিক্ষক খাদিজা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষার অগ্রদুত তার নিকট আমদের জোর দাবী অনতিবিলম্বে এই প্রতিষ্টান এমপি ভুক্তি করনের ব্যবস্থা করে দিবেন এমনটি প্রত্যাশা করেন ।
