ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ।
আজ সকাল ১১ টার সময় কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হাজীপুর মুন্দিয়া গ্রামে ১শ হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় কৃষকলীগ সভাপতি আবুল কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আটা ,তেল তুলে দেওয়া হয়।
