হোম ফিচার ঝিনাইদহের কালীগঞ্জ বিদ্যুত অফিসের রাস্তা চলাচলের অযোগ্য

শিপলু জামান, ঝিনাইদহ :

ঝিনাইদহ কালীগঞ্জ বিদ্যুত অফিসের রাস্তা বেহাল ও চলাচলের অযোগ্য হওয়ার কারণে সাধারন মানুষের চলাচল করতে পারছে না। সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

কালীগঞ্জ উপজেলার বিদ্যুত অফিস টি মহাসড়ক থেকে অন্তত এক কিলোমিটার দুরে অবস্থিত। এই এক কিলোমিটার রাস্তা এতই খারাপ যে মটর সাইকেল, রিকসা,ভ্যান,ইজিবাইকসহ কোন ভাবেই চলঅচল করা যাচ্ছে না, কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বিষয়টি আমলে নিচ্ছে না। এ ছাড়া এই এক কিলোমিটার সড়কের পাশে রয়েছে সাধারন মানুষের বসবাস। তাদের ও চলাচল করতে মারাত্মক সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে বাইসাইকেল বা মটর সাইকেল চালিয়ে গেলেই তাদের পড়ে যেতে হয়।

রাস্তায় সব স্থানে বড় বড় গর্ত ও বর্ষার পানি জমে রয়েছে। আবার কোথা ও কাদায় পরিপূর্ন হয়ে পড়েছে। বিদ্যুত অীফস চালু হবার সময়ে রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। কিন্তু এখন সমস্ত রাস্তাটি কাদা মাটি। দেখলে মনে হবে রাস্তাটি মাটি দিয়ে তৈরি করা। রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে মানুষ চলাচল করছে। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এ রাস্তা দিয়ে কোন ভাবেই চলাচল করা যায় না, নেই রাস্তার ইট, মাটি। চলাচলে একেবাইরেই অনুপয়োগি হয়ে পড়েছে।

কালীগঞ্জ বিদ্যুত আফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারন মানুষের চলাচল ও রাস্তার দু,পাশে সাধারন মানুষ বসবাস তাদের তো চলাচল অব্যাহত রয়েছে। বসবাসকারী অনেকেই রাস্তা খারাপের কারণে মটরসাইকেল বের করতে পারছে না।এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ রাস্তা মেরামত বা সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি। অনেকে মহাসড়কের পাশে বিভিন্ন দোকানে মটরসাইকেল রেখে পায়ে হেটে বিদ্যুত অফিসে যাচ্ছে। যেহেতু ভুক্তভোগিদের নানা সমস্যার কারণে তাদের কে পায়ে হেটে গিয়ে প্রয়োজনীয় কাজ সমাপ্ত করে আসতে হচ্ছে।এ ব্যাপারে এলাকাবাসী ও সাধারন মানুষ দ্রুত রাস্তাটি মেরামত করতে উপরি মহলেরর প্রতি দাবি করেছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন