হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে রোজা নিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর পোস্ট দেয়ায় গ্রেফতার ২ হিন্দু যুবক!

ঝিনাইদহে রোজা নিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর পোস্ট দেয়ায় গ্রেফতার ২ হিন্দু যুবক!

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কোটচাঁদপুরে রোজা নিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর পোস্ট দেওয়ায় দুই যুবককে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বিমল কুমারের ছেলে বিপুল কুমার (১৮) ও রবিন দাসের ছেলে চয়ন কুমার দাস।

মামলার এজাহারে জানা গেছে, ফেসবুকে পোস্ট দেয়া “নতুন ভিডিও আপলোড হচ্ছে। সবাইকে দেখার দাওয়াত রইলো।” যার নিচে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে লেখা-“দরকার নেই এমন রোজার”। ছবিতে ২নং আসামি চয়ন এর ডানহাতে স্যান্ডেলসহ ১নং আসামি বিপুল আছে। এ ঘটনায় জনি ইসলাম নামে একজন বাদি হয়ে থানায় মামলা করেন। কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পর সেই দুই যুবককে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন