ঝিনাইদহ অফিস :
টানা ৬৬ দিন পর সারাদেশের ন্যায় ঝিনাইদহেও খুলছে অফিস আদালত। প্রাণ ফিরে পেয়েছে কার্যালয়গুলো। সকাল থেকেই বিভিন্ন দপ্তরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নটার কাছ। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে কার্যালয়। নিজ নিজ দপ্তরে যোগ দিচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুরু হয়েছে সেবা দেওয়ার কাজ। সরকারি বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই সেবাগ্রহীতাদের সেবা প্রদান করা হবে জানিয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এদিকে সাধারণ ছুটি শেষ হওয়ায় ঝিমিয়ে পড়া শহর আবার ফিরতে শুরু করেছে আগের চিত্রে।
পূর্ববর্তী পোস্ট