হোম খুলনাঝিনাইদহ ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপি চাইলেন বিএনপির মনোনয়ন!

ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপি চাইলেন বিএনপির মনোনয়ন!

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

ঝিনাইদহ প্রতিবেদক:

ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য (এমপি)। এই আসন থেকে হঠাৎ বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে সংসদ সদস্য পদ হারান এই আওয়ামী লীগ নেতা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার বহু অভিযোগ রয়েছে মহুলের বিরুদ্ধে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নাসের শাহরিয়ার জাহেদী মহুলের এমপি হওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। ২০০৭ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আম মার্কায় অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচন না হওয়ায় সে সময় স্বপ্ন অপূর্ণ থেকে যায় তার। সেই স্বপ্ন পূরণের পথ খোলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি-জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ সব আসনে ডামি প্রার্থী দেয়। নৌকার বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র প্রার্থী ঠিক করে দেয় আওয়ামী লীগ। ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হন মহুল। শেখ হাসিনার ইশারায় তাকে বিজয়ী করা হয়।

আওয়ামী লীগের প্রভাব ও পেশীশক্তি খাটিয়ে মহুলের ছোটভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র পদ দখলে নেন। নির্বাচিত হওয়ার পর পৌরভবনে বসে মদপান করে আলোচনায় আসেন হিজল। পৌরসভার বেশিরভাগ ঠিকাদারি কাজ করাতেন নিজের বাড়ির কাজের লোকদের দিয়ে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের ১৩ জুলাই ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় মহুলের পালিত সন্ত্রাসীরা। এছাড়া একটি হাত ও পা কেটে ঝুলন্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান চিহ্নিত অস্ত্রধারী আবু সাইদ বিশ্বাস ও রাজন কসাইয়ের নেতৃত্বে যারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে তারা সবাই মহুলের অনুসারী।

গত বছরের ১৬ জুলাই ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়। শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই হামলায় অনেকে আহত হন। তৎকালীন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান হামলায় নেতৃত্ব দেন।

গত বছরের অক্টোবরে হওয়া সবশেষ বাফুফে নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মহুল। এতে ক্ষুব্ধ হন ঝিনাইদহে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। মহুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে গত বছরের ২৭ অক্টোবর ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জেলা শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন জেলা বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রায়হান উদ্দীন, যুথি খাতুন, মাহমুদুর রহমানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, মহুল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বৈরাচার সরকারের একতরফা নির্বাচনের এমপি। তিনি ও তার ভাই হিজল বৈষম্যবিরোধী আন্দোলন বানচাল করার অর্থ জোগান ও মদদদাতা ছিলেন। আন্দোলন চলাকালে মহুল ও তার ভাই ছাত্রদের ওপর নির্যাতন চালানোর সবধরনের ব্যবস্থা করেন। আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

চলতি বছরের ২১ জানুয়ারি ভুয়া ‘পাওয়ার অব অ্যাটর্নি’র কাগজপত্র তৈরি করে এক নারীর ২৩ শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে মহুলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়। মামলার বাদী যশোর শহরের কাজীপাড়া এলাকার আজিজ সিটির বাসিন্দা শেখ আবদুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী মহুল। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তরে তোলপাড় সৃষ্টি হয়। অর্থপাচার ঠেকাতে সুপ্রিম কোর্টের আইনজীবী ইক্তান্দার হোসাইন হাওলাদার নোটিশ পাঠান। এর আগে কেনা-বেচার প্রক্রিয়াটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্ণধার সালমান এফ রহমানের নেতৃত্বে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ৫ আগস্টের পর রেডিয়েন্টের মাধ্যমে প্রক্রিয়াটি চলমান ছিল। সালমান এফ রহমানের অবর্তমানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভাল করছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন