ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ও আঠার মাইলের মাঝা মাঝি অবস্থিত ভেটেরিনারি কলেজ।শুক্রবার ভোর ৫ টায়,কলেজের সামনে গতিরোধকেরের উপর আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে চালক রইচ উদ্দিন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের লাশ প্রশাসন উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত রইচ হরিণাকুন্ডু উপজেলার সে শাখারীদহ বাজারের আফতাব বিশ্বাসের ছেলে।
সরেজমিনে দেখা গেছে,ভেটেরিনারি কলেজের সামনে কাছা কাছি দুইটি গতিরোধক বসানো হয়েছে।কিন্তু এই গতিরোধকের উপর সাদা রং দিয়ে সাংকেতিক চিহ্ন দেওয়া নেই। যার কারণে দুর্ঘটনার স্বীকার হচ্ছে মানুষ।
এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ রাস্তায় অপরিকল্পিত ভাবে একই স্থানে দুটি গতিরোধক ব্রেকারের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। তারা এই গতিরোধক মরণ-ফাঁদ দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।